চট্টগ্রামের অমর একুশে বইমেলা কেমন যাচ্ছে?

সাজিদ সামী চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো প্রধান, দৈনিক ন্যায়ের আলো।

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১, ২০২৪ — বিভিন্ন বয়সী লেখক, পাঠক ও সুধীজনের উপস্থিতি ও আগমনে জমে উঠেছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিআরবি শিরীষতলা প্রাঙ্গণে শুরু হয় ২১ দিনব্যাপী বইমেলা।  সপ্তাহ পেরিয়ে বইমেলায় প্রতিদিন বিপুল সংখ্যক পাঠকের সমাগম হচ্ছে। ব

ইমেলার আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ মঞ্জু দৈনিক ন্যায়ের আলোকে জানান, “বইমেলায় ঢাকা- চট্টগ্রামের ১০৮টি প্রকাশনী অংশ নিয়েছে। মেলায় ১৪০টি স্টলে বই প্রদর্শনী ও বিক্রি চলছে।” আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলায় গিয়ে বিপুল সংখ্যক পাঠকের সমাগম দেখা যায়। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে আবার কেউ এসেছেন পরিবার নিয়ে। তারা বিভিন্ন স্টলে পছন্দের বই বাছাই করে কিনছেন। এর মধ্যে মাইজভাণ্ডারী একাডেমি এর গবেষণা ও প্রকাশনা শাখা আলোকধারা বুকস প্রকাশনা, দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের প্রকাশনা মাইজভাণ্ডারী প্রকাশনী, প্রথমা প্রকাশন, বাতিঘর পাবলিকেশন, নন্দন বইঘর, কথাপ্রকাশ, অক্ষরবৃত্তসহ বেশ কিছু প্রকাশনীর স্টলে পাঠকদের ভিড় দেখা যায়।

পঞ্চম শ্রেণির ছাত্র রিদওয়ান বাবার সঙ্গে মেলায় এসেছে। সে সে জানায়, অক্ষরবৃত্তের রহস্যময় ভৌতিক বাড়ি বইটি তার পছন্দ হয়েছে। হরর ঘরানার এই নতুন বই কিনতে সে মেলায় এসেছে।

বইমেলা সম্পর্কে জানতে চাইলে অক্ষরবৃত্ত পাবলিকেশনের বিক্রয় প্রতিনিধি জনাব ফাইরুজ ওয়াসিমা দৈনিক ন্যায়ের আলো-কে জানান, তাদের স্টলে কবিতা ও থ্রিলার বইয়ের চাহিদা বেশি। পাশাপাশি একাডেমিক প্রবন্ধ ও শিশুসাহিত্যেরও চাহিদাও আছে।

এছাড়াও তিনি বলেন, “পিডিএফ বা সফটকপির যুগে মেলায় অনেক বই বিক্রি হলেও প্রকৃত পাঠক বের করা খুবই মুশকিল। কিন্তু যদি অভিভাবকেরা একটু সচেতন হন, বইমেলাগুলো শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য ছাড়াও শিশু কিশোরদের সার্বজনীন বিকাশে সহায়তা করবে।” প্রতিবারের মতো এবারও মেলা শিশু কিশোর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত।

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এর শেষ বর্ষের শিক্ষার্থী ও ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সুমিত মল্লিক দৈনিক ন্যায়ের আলোকে জানান, “অনেক সময় পত্রিকায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সংবাদের জন্যে অনেকে পত্রিকা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আর কিছু পড়ুক আর না পড়ুক, পাঠক যদি সম্পাদকীয় পাতা নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলেন, তা অবশ্যই তাকে লিখনশৈলী ও চিন্তন দক্ষতায় পরিপুষ্ট হতে সাহায্য করবে।”

চসিকের আয়োজনে ২০১৯ সাল থেকে সম্মিলিতভাবে চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে। এবারের বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এটি সবার জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button