যুব ফোরাম নারায়নগঞ্জ জেলা কমিটি গঠন
২২ ফেব্রুয়ারী সকালে চাষাড়া মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টে এক কর্মশালা শেষে যুব ফোরাম নারায়নগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় ‘‘ওরিয়েন্টেশন অন ভিএসও ভলান্টিয়ার স্ট্যান্ডস’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে যুব ফোরাম নারায়নগঞ্জ জেলা কমিটি নির্বাচিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশ এর প্রজেক্টস ম্যানেজার জনাব মো. শফিকুর রহমান।
যুব ফোরাম নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি:
সভাপতি: জয় দত্ত
সহ-সভাপতি: প্রিতম কুমার এবং সানজিদা মিতু
সাধারণ সম্পাদক: তোফাজ্জল ইসলাম
মিডিয়া সম্পাদক: রাকিবুল ইসলাম ইফতি
সদস্য: স্বরূপ সেনগুপ্ত, ফজলে রাব্বি, মারুফ সহ আরো অনেকেই সদস্য এবং বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, ভিএসও বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে কাজ করছে, সুস্থ সম্প্রদায় গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং নিরাপদ ও স্থিতিস্থাপক জীবিকা বিকাশে জনগণকে সহায়তা করা। ভিএসও বর্তমানে ৩০টি জেলায় সক্রিয় রয়েছে।