কদমতলীতে শামীম ওসমানের জন্মদিন উদযাপন
নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সাংসদ একেএম শামীম ওসমানের জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন নাসিক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন ও কদমতলি এলাকাবাসী।
গতকাল ২৮ শে ফেব্রুয়ারী বুধবার সরকারি আদমজী নগর মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডাব্লিউ) স্কুলের সামনে এই আয়োজন করা হয়।
স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন করা হয়।
এছাড়াও স্থানীয় ছাত্রলীগের অফিসে মসজিদের ইমামের উপস্থিতিতে শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি গোলাম সবুর, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা সবুজ শেখ, আওয়ামীলীগ নেতা টিপু গাজি, আওয়ামীলীগ নেতা ইলিয়াস যুবলীগ নেতা রাশেদ, মাহাবুব, আশরাফ, চান্দু, জনী, মালেক, এম,ডব্লিউ স্কুলের অভিভাবক প্রতিনিধি ও ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, মহানগর ছাত্রলীগ এর সাবেক সদস্য রাতুল, মহানগর ছাত্রলীগের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক আল আমিন, ৭ নং ওয়ার্ড শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আলিফ, থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জিসান, ঝলক, মিদুল, মুহিত, হানিফ, জিসান, সিহাব, অয়ন সহ ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।