আসন্ন সোনারগাঁ উপজেলা নির্বাচন: মতবিনিময় সভার মাধ্যমে কাল মাঠে নামছেন শামসুল ইসলাম ভূঁইয়া
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়ার নির্বাচনী মতবিনিময় আগামীকাল
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া মতবিনিময় সভা করবে ।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার পরমেশ্বরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করবেন তিনি।
এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া প্রতিবেদক কে বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।
তিনি আরো বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার। আপনারা আমার পাশে থাকবেন, আমি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।