খালেক দেওয়ানের গান অপব্যবহার করেছে কোক স্টুডিও

জাহিদুল আলম আল-জাহিদ, সম্পাদক ও প্রকাশকঃ

❝মালো মা ঝিলো ঝি বইন লো বইন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।❞ এই গানটি খালেক দেওয়ান গীতিকা নামে স্বাধীনতার অনেক আগেই প্রথম সংস্করণ সালমা বুক ডিপো থেকে প্রকাশিত হয়েছিল।

এছাড়া তৃতীয় সংস্করণ যা ১৯৭৫ সালে মফিজ বুক হাউস থেকে প্রকাশিত হয়েছিল সকলের উদ্দেশ্য তার ছবি সংযুক্ত করা হলো । এবং বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত “ঢাকা জেলার লোকসংস্কৃতি” গ্রন্থে ১৬১নং পৃষ্ঠায় এই গানটি মুদ্রিত হয় (ছবি সংযুক্ত)। তাঁর নিজ কণ্ঠে গাওয়া “হিজ মাস্টার ভয়েস” (কলকাতা) কলের গানের রেকর্ড আছে যা ইউটিউব বা ফেসবুকে সংযুক্ত আছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে আব্দুল খালেক দেওয়ান ছাড়াও অনেক শিল্পীদের কন্ঠে এই গান রেকর্ড করা আছে।

এরপরও যদি কেউ বলে এই গানের রচয়িতা অন্য কেউ, তাহলে দুঃখ প্রকাশ ছাড়া আর কি করার আছে? সারা বাংলাদেশের দেওয়ান ঘরোনাসহ সকল শিল্পী,ভক্ত, আশেকান সহ সাধারণ মানুষকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানচ্ছি। জয় দাদাগুরু খালেক দেওয়ান। প্রতিবাদ লিপি: দরবারে খালেক দেওয়ান। সংহতি বর্তমান গদিনাসীন: আব্দুল খালেক দেওয়ান এ-র সর্বকনিষ্ঠ সন্তান জীবন্ত কিংবদন্তী K. Hakim Swapon Dewan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button