ঘূর্ণিঝড় রেমালে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের শঙ্কা; ৪ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, আবহাওয়া অফিসের পূর্বাভাস পর্যালোচনা করে ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমালে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা শেষে শনিবার (২৫ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, শনিবার রাত ১২টা থেকে ১টা নাগাদ ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হতে পারে। আবহাওয়া অফিসসহ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় রেখে বুঝা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি আসন্ন।
মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের কক্সবাজার পর্যন্ত কমবেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় জেলায় প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।