ইভ্যালির রাসেল ও শামীমার কারাদণ্ড

চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় ই-কমার্স কোম্পানি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ জুন) চট্টগ্রাম সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. মহিউদ্দীন এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী শাহরিয়ার ইয়াসির আরাফাত বলেন, ২০২১ সালে বাদী জসিম উদ্দিন আবিদ ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। সেই মামলায় আদালত তাদেরকে কারাদণ্ড দেন।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক গ্রাহকের করা মামলায় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয়েছিল রিমান্ডেও। ইভ্যালির পুনর্গঠন হিসাব-নিকাশের সুবিধার্থে তার স্ত্রী শামীমাকে এক বছরের মাথায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছিলেন আদালত। আর রাসেল মুক্তি পান গত বছরের ১৯ ডিসেম্বর। গ্রেপ্তার হওয়ার আগে ও পরে এই দম্পতির বিরুদ্ধে চেক জালিয়াতি ও অন্যান্য প্রতারণার দায়ে দেশে সাড়ে ৩০০ এর অধিক মামলা হয়েছিল। এসব মামলার মধ্যে বেশ কয়েকটিতে রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button