স্বপ্ন জয়ের পথে মানবিক মূল্যবোধ তৈরিতে কর্মী সভা করেছে মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার: স্বপ্ন জয়ের পথে মানবিক মূল্যবোধ তৈরিতে কর্মী সভা করছে মানব কল্যাণ পরিষদ। সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন ও সানন্দা বিউটি পার্লারের পরিচালক শামীমা আক্তার কুসুম।
সংগঠনের মহাসচিব মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার, প্রচার ও দপ্তর বিষয়ক সচিব মনোয়ার হোসেন সানী সহ অন্যান্য।
গত পহেলা জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদ মিলনায়তনে আনন্দ বিনোদনে সৃজনশীল ভরপুর আড্ডায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয় এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের মানবিক কর্মসূচির বাজেট ঘোষণা করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক সদস্য ও কর্মীরা আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানবিক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাণবন্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেকওভার আটিস্ট মুনা আহমেদ,  সামিয়া রহমান,  কন্ঠ শিল্পী পপি সুলতানা, নাসরিন আক্তার, মিতু নাহার সহ অন্যান্য।
পরিশেষে অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের শিক্ষার্থী স্বপ্না আনোয়ারের হাতে প্রশিক্ষণ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button