উত্তপ্ত বরিশাল: আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা

কোটা সংস্কারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে বরিশাল বিএম কলেজ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথা এলাকার সড়ক অবরোধ করে, সরকারি বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় এ সকল এলাকাসহ আশেপাশে তৈরি হয় দীর্ঘ যানজট।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টার দিকে পুলিশ আন্দোলন কারীদের বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষন পরই সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন পুরো এলাকা জুরে উত্তেজনা বিরাজ করছে। বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যাবস্থা।

শিক্ষার্থীরা জানায়, সারাদেশে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা আজ সড়ক অবরোধ করেছেন। পুলিশ বিনা কারনে তাদের উপর হামলা করছে বলে অভিযোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button