নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তির পাশাপাশি সরকারের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) পূর্ব নির্ধারিত সময়ে বিকাল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে জড়ো হতে থাকে হাজারো শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরাও নেমেছে মহাসড়কে।
এসময় সড়কে আগুন ধরিয়ে ও গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে তারা। পুলিশের গুলিতে নিহত সব শিক্ষার্থী ও সাধারণ জনতা হত্যার বিচারের দাবি সম্বলিত ব্যনার-ফেস্টুনসহ সড়কে অবস্থান নেয় তারা।
এর আগে, দুপুর ১২টা থেকে নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের নরসিংদী অংশে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে শনিবার পুলিশের উপস্থিতি অথবা প্রতিরোধ করতে দেখা যায়নি।