‘আয়না ঘর’ থেকে মুক্ত হলেন মাইকেল চাকমা

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ‘আয়না ঘর’ থেকে মুক্ত করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তার সন্ধান চেয়ে আদালতে ‘হেবিয়াস কর্পাস’ দায়ের করা আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৭ আগস্ট) দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) হেড কোয়ার্টর্সের ‘কুখ্যাত’ ওই বন্দিশালা থেকে তাকে উদ্ধার করা হয়।

ডিজিএফআই সূত্র জানিয়েছে, গত পরশু রাত থেকে এই গোপন বন্দিশালা থেকে ২৮৪ জনকে ছাড়া হয়েছে। এখনো অনেকে হেড কোয়ার্টর্সের সামনে ভিড় করছেন তাদের স্বজনদের ফেরত পাওয়ার আশায়।

এর আগে, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম আরমান ৮ বছর পর বন্দিশালা থেকে মুক্ত হয়ে গত মঙ্গলবার ভোরে নিজ নিজ বাসায় ফেরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button