চট্টগ্রামের হালিশহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিটি কর্মসূচী
হালিশহর ওয়াপদা ,আবাহনী, চট্টগ্রাম:
হালিশহর ওয়াপদা আবাহনীতে সম্প্রতি অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বতঃস্ফূর্ত কর্মসূচির অংশ হিসেবে “দেশ সংস্কার” শিরোনামে একটি কার্যক্রম হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন মাহমুদ মাহির, ফাহিম মোহাম্মদ ইনতাফ, ফাহাদ, তাহসিন নিফাজ ও অন্যান্যরা।
গ্রাফিটি কর্মসূচি
কর্মসূচির অংশ হিসেবে শহীদ ছাত্রদের স্মরণে একটি বিশাল গ্রাফিটি তৈরি করা হয়েছে। এই গ্রাফিটিতে শহীদদের অবদান ও আন্দোলনের গুরুত্বকে তুলে ধরা হয়। মাহমুদ মাহির, ফাহিম মোহাম্মদ ইনতাফ, ফাহাদ এবং তাহসিন নিফাজের , মাহার নেতৃত্বে, গ্রাফিটির মাধ্যমে ছাত্র আন্দোলনের ইতিহাস এবং বৈষম্যবিরোধী বার্তা পরিষ্কারভাবে প্রকাশ করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী
গ্রাফিটি কর্মসূচীর পাশাপাশি, অংশগ্রহণকারীরা ওয়াপদা আবাহনী মাঠ ও তার আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দেওয়া হয়।
এই আয়োজন ও কর্মসূচীগুলো শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দৈনিক ন্যায়ের আলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের উন্নয়নে অব্যাহত সহায়তার আহ্বান জানাচ্ছে।