শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ১৮ কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাকে ধরে আনতে হবে। সকল হত্যা ও গণহত্যার বিচার আমাদের আদায় করতে হবে।

বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবপুর ঈদগাঁ ময়দানে বৃষ্টি উপেক্ষা করে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও পথসভার আয়োজন করে সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিস।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরো বলেন, এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে আবার এ দেশকে নরেন্দ্র মোদির দেশে পরিণত করবে তাহলে এ স্বপ্ন বাদ দিয়ে দেন। আপনাদের মতো এ ফ্যাসিবাদদের এ দেশে মানুষ আর কোনো দিন মেনে নিবে না।

মামুনুল হক বলেন, ২০০৯ সালের পিলখানার দেশ প্রেমিক সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে তাহাজ্জুদরত সহস্রাধিক হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালে আমাদের ছাত্রদের ওপর যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।

খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, দেশের জনগণের টাকায় হেলিকাপ্টার কেনা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেয়ার জন্য। আর সে হেলিকপ্টার থেকে শেখ হাসিনার পালিত গুন্ডা বাহিনী পুলিশ বাহিনীর পোষাক পরে নির্বিচারে গুলি করে শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। এ বাংলার মাটিতে এর বিচার করতেই হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক ও ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁও শাখার মহাসচিব মুফতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খাঁন, খেলাফত মজলিশের সোনারগাঁও শাখার সভাপতি হাফেজ ক্বারী আব্দুল আওয়ালসহ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়ার মাধ্যমে মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button