শেখ হাসিনা-কাদের-তাপসসহ ৯০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা
থানা মামলা না নেওয়ায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওয়াদুল কাদের এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৯০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত নাদিমুল হাসান এলেমের পরিবার এই মামলা করে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার আবেদন করে নিহত এলেমের মা কিসমত আরা।
এসময় নিহত এলেমের বাবা, ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
বাদীর আইনজীবী জানান, নিহত এলেম ছাত্র আন্দোলনে নিহত হলেও তার সংশ্লিষ্ট থানা তার মামলা নেয়নি সেসময়, উল্টো নিহত এলেমের পরিবারকে হুমকী দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্বৈরাচার সরকারের পতনের পর ন্যায় বিচারের স্বার্থে আদালত এসে মামলা দায়েরের আবেদন করলে সংশ্লিষ্ট থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন।
মামলায় প্রধান আসামি করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপসসহ ৯০ জনের না উল্লেখ করে মামলা দায়ের করা হয়।