নারায়ণগঞ্জে দূর্বৃত্তদের হামলায় ব্যাবসায়ীর মায়ের মৃত্যু

গতকাল ২৮ ডিসেম্বর ২০২২ইং আনুমানিক রাত ৭ টার সময় নারায়ণগঞ্জের আমলাপাড়া বাসিন্দা শ্রী চঞ্চল সরকারের গৃহে মৌলবাদী ও দূর্বৃত্তদের আক্রমন ও বর্বর নির্যাতনে নিরিহ মা সন্ধা রাণী সরকার (৫৪) ঘটনা স্থলে নির্মমভাবে গুরুতর আহত হয়, পরিবারের লোকজন প্রতিবেশিদের সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ (২৯ ডিসেম্বর) শারীরিক অবস্থার অবনতি হয় এবং আনুমানিক রাত ১২.৩০ মিঃ তিনি মারা যান।

এই নির্মম হত্যার প্রসঙ্গে ভিকটিম পরিবার ও প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শামসুন্নাহারের মাধ্যমে জানা যায় যে- অনিলের সরকারের পুত্র চঞ্চল সরকারের সাথে তাহার ব্যবসা পার্টনার কবির হোসেনের ব্যবসায়িক দন্ধের কারনে উক্ত রাতে মৌলবাদী সন্ত্রাসীদের দ্বারা চঞ্চল কে হত্যা চেষ্টা চালায়। কিন্তু মা সন্ধা রাণী চঞ্চল সরকারকে বাঁচাতে গিয়ে অবশেষে নিজের জীবন দিতে হয়েছে।

প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয় যে- চঞ্চল সরকার একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ি, কবির হোসেনের সাথে ব্যবসায় জড়িয়ে প্রতিনিয়ত বিভিন্ন গুরুতর সমস্যার সম্মুখিন হতে থাকে। এমনকি কবির হোসেন প্রতারনার মাধ্যমে তাহার প্রতিষ্ঠানের ৫০%মালিকানা জোর জবরদস্থ্যি লিখে নিয়েও ক্ষান্ত হয়নি বড়ঞ্চ অতিরিক্ত আরো কিছু অনৈতীক জোরদখলের চেষ্টায় লিপ্তহয়ে উক্ত রাতে হত্যার উদ্দেশ্যে গৃহে হামলা চালায়। বাড়ীর লোকজন হামলা কারিদের বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালায়, এমনকি চঞ্চল সরকারকে অপহরনের চেষ্টা করলে মা সন্ধা রাণী ছেলেকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা সন্ধ্যা রানীকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিলে মাথায় নির্মম আঘাৎ পায় ,গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান, পরের দিন হাসপাতালে মৃত্যুবরন করেন। এই নির্মম হত্যাকান্ডের বিষয় সদর থানায় যোগাযোগে জানাযায় যে-পুলিশ পরিদর্শক লাশের সুরতেহাল রিপোর্ট ও থানার খতিয়ানে অপমৃত্যুর এফ,আই, আর লিপিবদ্ধর বিষয় নিশ্চিত করেন, এবং কবির হোসেনকে গ্রেফতার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button