৭নং ওয়ার্ড কদমতলী উত্তরপাড়া মসজিদ গলিতে নুরার মাদকবিক্রির রমরমা ব্যবসা
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর ৭ নং ওয়ার্ড কদমতলী উত্তরপাড়া মসজিদ গলিতে নুরার মাদকবিক্রির রমরমা ব্যবসা চলছে।
এলাকাবাসীর অভিযোগ, হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য। নুরা নামক এক ব্যক্তি গাঁজা, ইয়াবা ব্যবসা করে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। প্রতিদিন প্রায় ৪-৫ কেজি গাঁজা বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
মাদক সহজলভ্য হওয়ায় রাহাজানি ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। মাদকাসক্তের প্রভাবে স্থানীয় ছাত্র ও যুব সমাজের নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে।
এই বিষয়ে প্রশাসনের আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।