বন্দরে ডংজিং ব্যাটারী কারখানা সীলগালা

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়নগঞ্জ বন্দরের লক্ষনখোলা এলাকার ডংজিং ব্যাটারী কারখানাটি সীলগালা করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান (নির্বাহী ম্যাজিস্ট্রেট), সহকারী কমিশনার ভূমি রহিমা আক্তার ইতি, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, সহকারী পরিচালক মুজাহিদ মল্লিক ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর উপস্থিতিতে এ প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে পরিবেশ দূষনকারী কারখানাটি বন্ধ করার দাবীতে ছাত্র-জনতার আন্দোলনে সড়ক অবরোধ হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দফতরের কর্তারা আশ্বস্ত করলে ছাত্র-জনতা আন্দোলন সমাপ্ত করে। এসময় স্থানীয় পুলিশ, আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

নারায়নগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাসেদ বলেন, ডংজিং ব্যাটারী কারখানাটির বেশ ত্রুটি ও বিচ্যুতি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে ।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান বলেন, এই কারখানাটি ঘনবসতি এলাকায় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সহ মারাত্মক ভাবে পরিবেশ দূষণ করে আসছিলো । এছাড়া গত কয়েকদিন ধরে ছাত্র-জনতার আন্দোলন করেছিলো। যে কারনে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে কারখানাটি আজ বন্ধ ঘোষণা করা হলো।

এসময় পরিবেশ রক্ষা ও উন্নয়নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইন বলেন, এই কারখানাটি দীর্ঘ দিন যাবত অত্র এলাকায় পরিবেশ দূষন করে আসছিলো । ছাত্র-জনতার আন্দোলন ও জনদুর্ভোগ নিরসনকল্পে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button