চট্টগ্রামে জুলাই বিপ্লবে নারী শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে নারী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো প্রধান, দৈনিক ন্যায়ের আলো

চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর ২০২৪:
আজ রবিবার, চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে নারী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সমাবেশ। জুলাই মাসে ঘটে যাওয়া নারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত৬ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে।

এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী নেভী দে বলেন, “নারী শিক্ষার্থীদের উপর এ ধরনের বর্বর হামলা নারীর মৌলিক অধিকার ও নিরাপত্তার জন্য হুমকি। বিচার না হলে এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায়।” একই সুরে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষিকা তৈয়বা সাদেকা রাফা বলেন, “আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই, যাতে ভবিষ্যতে নারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ থাকতে পারে।”

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তনিমা হেলেন চৌধুরী বলেন, “একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন হামলার ঘটনা ন্যক্কারজনক এবং এর দ্রুত বিচার না হলে শিক্ষাঙ্গনে নারীদের অবস্থান আরও সংকটে পড়বে।” চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী লাবনি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের সমাজের নারী স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। এর বিচার করা না হলে আমরা কখনও নিরাপদ বোধ করতে পারবো না।”

সিটি কলেজের শিক্ষার্থী সোনিয়া আক্তার আফিয়া এবং হাজি মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী নীলা আফরোজও তাদের বক্তব্যে হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করেন।

নীলা আফরোজ, হাজি মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী, তার বক্তব্যে বলেন, “আমরা যারা আজ এখানে দাঁড়িয়েছি, তারা শুধু নিজেদের অধিকারের জন্যই লড়ছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের নারীদের নিরাপত্তা এবং তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্যও লড়াই করছি। আমাদের প্রতি এই সহিংসতা শুধু শারীরিক নয়, এটা আমাদের মনোবলকেও আঘাত করার চেষ্টা। কিন্তু আমরা ভয় পাব না, থামব না। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”

তিনি আরও যোগ করেন, “এ ধরনের হামলা আমাদের দমাতে পারবে না। আমরা আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবো এবং আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবো। আমরা বিচার চাই, এবং তা অবিলম্বে।”

সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও, যারা হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নারী শিক্ষার্থীদের উপর আঘাত শুধু একটি নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ নয়, এটি নারী শিক্ষার স্বাধীনতার প্রশ্ন। তারা হুঁশিয়ারি দেন, এ ধরনের ঘটনার সঠিক বিচার না হলে ভবিষ্যতে আরও বড় আকারের প্রতিবাদ গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button