চবির ক্লাব প্রতিনিধিদের সাথে উপাচার্যের মতবিনিময় অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো, দৈনিক ন্যায়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৯ সেপ্টেম্বর ২০২৪: নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বিশ্ববিদ্যালয়ের ৩০টি ক্লাবের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিশদ আলোচনা করা হয়। ক্লাব প্রতিনিধিরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ, চাকসু নির্বাচন, হলের সিট বরাদ্দ, খাবারের মানোন্নয়ন, লাইব্রেরী আধুনিকীকরণ, এবং নারী নিরাপত্তা সেল গঠনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অধ্যাপক শামীম উদ্দিন খান শিক্ষার্থীদের সমৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষার সুন্দর পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করছি।”
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ক্লাবগুলো বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিরাপত্তা সংক্রান্ত একটি টিম গঠন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে ই-বাইক সিস্টেম চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার দাবি করেন, বিশ্ববিদ্যালয় একটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, বরং যোগ্য একাডেমিশিয়ান তৈরির স্থান। তিনি বলেন, “আমরা সামনের দিকে অগ্রসর হবো এবং বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের একটি উজ্জ্বল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”