সীমান্ত হত্যা নিয়ে ১৬-১৭ বছর নীরব ছিলেন শেখ হাসিনা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে ১৬-১৭ বছর নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত ও সহিংস করেছে ভারত।
দুপুরে মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর হত্যার শিকার স্বর্ণা দাসের বাড়ির পাশে খাগটেকা বাজার মাঠে এক সভায় তিনি এ কথা বলেন। এর আগে স্বর্ণা দাসের পরিবারের সাথে কথা বলেন ও আর্থিক অনুদানের টাকা তুলে দেন। রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সব সরকারই সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছে। কিন্তু ভারত তা শোনেনি।