সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁ শাখা বৃস্পতিবার (১০ই অক্টোবর) সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের নেতৃবৃন্দ পানাম, ঋষি পাড়া ও বারদী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে যান। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
তারা দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মুনা, সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁয়ের আহবায়ক মোমেন হাসান প্রান্ত, যুগ্ম আহবায়ক সিহাব আহমেদ, সদস্য সচিব হাসিবা হাসনাত সামিয়া, যুগ্ম সদস্য সচিব ইকরা মনি জিনিয়া, ফয়সাল হোসেন সহ নেতৃবৃন্দ।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও মর্যাদার বাংলাদেশ গড়ে তোলার লড়াই চলছে৷ নারায়ণগঞ্জ সকল সময়ই জাকজমজপূর্ণভাবে ‘শারদীয় দূর্গা পূজা’ পালনের ঐতিহ্য ধারণ করে এসেছে৷ এবারও তার ব্যাতিক্রম আমরা চাইনা৷ সোনারগাঁয়ের ছাত্ররা বিভেদ তৈরির সকল ষড়যন্ত্র প্রতিহত করে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের শারদীয় ঐতিহ্য রক্ষায় সদা প্রস্তুত আছে।
সোনারগাঁয়ের আহবায়ক মোমেন হাসান বলেন- বাংলাদেশ ঐক্য সম্প্রীতির দেশ, ধর্ম মতে নাগরিকের নিরাপত্তা স্বাধীনতার মর্যাদা প্রতিষ্ঠা নিয়ে আমাদের রাজনৈতিক ও নৈতিক কর্তব্য। ঐক্য সম্প্রীতি রক্ষায় সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থার ছাত্র ফেডারেশন সকলের সহযোগিতার প্রত্যাশা রাখে।