কর্মসংস্থান সৃষ্টিতে নতুন অধিদফতর করবে সরকার: উপদেষ্টা আসিফ

দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কর্মসংস্থান অধিদফতর করার কথা ভাবছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের নামের সঙ্গে কর্মসংস্থান থাকলেও প্রকৃত কর্মসংস্থান নিয়ে কোনো কাজ নেই। একটি কর্মসংস্থান অধিদফতর করার কথা ভাবছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শুধু নামেই উল্লেখ করে তিনি বলেন, এ মন্ত্রণালয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কোনো কাজ হয়নি। কোনো প্রকল্প হয়নি। বিশ্বের অন্যান্য দেশে কোনপথে হাঁটছে, তা পর্যালোচনা করে সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের যেকোনো জায়গায় অনিয়ম-দুর্নীতি হলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আওয়ামী নিয়োগ সেটআপ হয়েছে। অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ১৬ বছরে যা হয়েছে, তা ঠিক করতে ১০ বছর লাগবে। গণমাধ্যমও সংস্কার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button