বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড, কোন মডেলের দাম কত?
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুমোদনের এক বছর পর দেশের বাজারে উন্মুক্ত হলো রাজকীয় ব্র্যান্ডের মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। অপেক্ষা ফুরালো বাইকপ্রেমীদের। স্বপ্নের রয়্যাল এনফিল্ড এবার বাংলাদেশে। মোটরসাইকেল লাভারদের কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠান ইফাদ মোটরস হলো সেই স্বপ্নের সারথী।
চারটি মডেলের ৩৫০ সিসির মোটরসাইকেলটি বাজারে এনেছে ইফাদ মোটরস। তিন লাখ ৪০ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ ৩৫ হাজারের মধ্যেই গ্রাহক পাবেন স্বপ্নের এই বাইকটি। দীর্ঘ প্রতীক্ষার পর দ্বিচক্রযানটি বাজারে পেয়ে উচ্ছ্বসিত বাইক প্রেমিরা। একই সাথে দেশের বাজারে ভালো কিছুর প্রত্যাশা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির।
গত সোমবার দুপুরে তেজগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় রয়্যাল এনফিল্ডের চারটি মডেল।হান্টার, বুলেট, ক্লাসিক ও মিটিয়র নামের বাইকগুলো এখন দেখা যাবে দেশের রাস্তায়।
স্বপ্নপূরণে বাইকারদের হান্টার কিনতে গুনতে হবে তিনলাখ ৪০ হাজার, ক্ল্যাসিক চার লাখ পাঁচ হাজার, বুলেট চার লাখ দশ হাজার এবং মিটিয়র কিনতে গুনতে হবে চার লাখ ৩৫ হাজার টাকা।
চারটি মডেলেই থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল সিলিন্ডার জে সিরিজের ইঞ্জিন। এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।
ডিলাররাও বলছেন নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ড মডেলগুলো ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আরো উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপের পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থায়ীভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।