গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৩ নেতা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা অঞ্জন দাস। তিনি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলারও সাবেক সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে নারায়ণগঞ্জের আরো ২ নেতা। তারা হলেন আবদুল আল মামুন এবং মেহেদী হাসান উজ্জ্বল।

শুক্রবার ও শনিবার (১ ও ২ নভেম্বর) দুই দিন ব্যাপী বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন শেষে ৩১ সদস্যদের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা তাসলিমা আখতার লিমা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।

শ্রমিক নেতা অঞ্জন দাস দীর্ঘ ছাত্র রাজনীতি শেষ করে যুক্ত হয়েছিলেন শ্রমিক রাজনীতি। একই সাথে বর্তমানে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল আল মামুন নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আরেক শ্রমিক নেতা মেহেদী হাসান উজ্জ্বল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে গার্মেন্ট শ্রমিক সংহতি’র নারায়ণগঞ্জ জেলার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণমানুষের স্বার্থে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে আপোষহীন লড়াই চালিয়ে গেছি এবং সমস্ত শ্রমিক আন্দোলনে দায়িত্বশীলতার সাথে নেতৃত্ব দিয়ে শ্রমিকের অধিকার আদায় করেছি। আগামীদিনেও আমরা শ্রমিকের পক্ষে লড়াই চালিয়ে যাবো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা শ্রমিকের পক্ষে লড়বো এবং সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button