দেশ ধ্বংস করার পরেও হাসিনার কোনো অনুশোচনা নেই: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ধ্বংস করার পরেও শেখ হাসিনার কোন অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন। বললেন, ফের দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে মেতে আছেন তিনি।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার মানসিকতাই সন্ত্রাসী মানসিকতার। এজন্য পাশের দেশ থেকে মাঝেমধ্যে হুংকার দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নুর হোসেন দিবসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
রিজভী বলেন, নানা ধরনের ষড়যন্ত্রের ফন্দিফিকির হতে পারে সংস্কার দীর্ঘ মেয়াদি না হলে। আবারও যেন ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান না হয় সে বিষয়ে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি।