রাজনীতি

গণসংহতি আন্দোলনের কোতয়ালী কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: গণসংহতি আন্দোলনের প্রথম চট্টগ্রাম জেলা সম্মেলন কে সামনে রেখে কোতয়ালী থানা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বর্তমান ফ্যাসিবাদী সরকার মেগা-মিনি উন্নয়ন প্রজেক্ট বানিয়ে জনগণ কে জনদুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে, তারা এই দেশের জনগণের সত্যিকারের উন্নয়ন চায়না। আজ তেল-গ্যাস-বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষ হয়ে উঠেছে। এই ফ্যাসিবাদ সরকার সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ আজ দিশেহারা। জনগণ এই সংকটময় অবস্থা থেকে মুক্তি চায়। বর্তমান এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা ও জবাবদিহিতা মূলক সরকার গঠন। সেই লক্ষ্যে গণসংহতি আন্দোলন সারা দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ কে এই কর্তৃতবাদী সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানাই।

আজ ১৯-০২-২০২৩ কোতয়ালী থানা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
চিরন্তন ঘোষ চিরু কে আহ্বায়ক ও এ্যাডভোকেট সাহাদাৎ হোসেন মানিক কে সদস্য সচিব করে, ০২টি সদস্যপদ খালি রেখে ১১ সদস্য বিশিষ্ট কোতয়ালী থানা আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি পরিচিতি ধারাবাহিক :
আহ্বায়ক: চিরন্তন ঘোষ চিরু
সদস্য সচিব: এ্যাডভোকেট সাহাদাৎ হোসেন মানিক

কার্যকরী সদস্য: সৌমেন দাস, এনামুল মোস্তফা, রিপন বড়ুয়া, সাধন দত্ত, শাশ্বত নাগ, শ্রীধাম কুমার শীল, দেবরাজ দাস ও ০২টি সদস্যপদ খালি রাখা হয়।

আরোও উপস্থিত ছিলেন ৩ মার্চ প্রথম চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুত কমিটি সদস্য সচিব নাসির জোসি, ফরহাদ জামান জনি,বৃহত্তর সীতাকুন্ড থানা আহবায়ক প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ, ডাবল মরিং থানার সদস্য সচিব শহীদ শিমুল, পাচঁলাইশ থানা আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, সদস্য সচিব প্রকাশ মজুমদার বাবুসহ প্রমুখ। সবাই নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button