রাজনীতি

রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদল নেতা আলামিন মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদ

প্রতিবাদ বিজ্ঞপ্তিঃ গণমাধ্যমে প্রেরিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন স্বাক্ষরিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, রূপগঞ্জ থানার রুপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন মোল্লাকে তার নিজ কর্মস্থল যাত্রাবাড়ীর দয়াগঞ্জ থেকে গতকাল তুলে নিয়ে যায় ও পরবর্তীতে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফাতার দেখিয়ে কারাগারে প্রেরন করে। পিতৃহারা এ পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলামিন মোল্লা।

আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ ঘটনায় গভীর উদ্বিগ্ন। আমরা এ ধরনের ন্যক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। রাষ্ট্রের প্রশাসন ও আইনকে নগ্নভাবে ব্যবহার করে অপরাধী গোষ্ঠী যেভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তাতে আমরা চিন্তিত ও শঙ্কিত। কেউ সরকারের সমালোচনা করতে পারেনা, এমনকি সরকারের কোন ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে কোনপ্রকার কথা বলা তো দূরে শব্দও উচ্চারন করতে পারেনা। আমরা ’৭১ সালে দীর্ঘ নয়টি মাস যুদ্ধ করে হাজার হাজার মানুষের প্রান বিলিয়ে দিয়ে, হাজারো মা-বোনের ইজ্জত দিয়ে এমন লুন্ঠিত স্বাধীনতা চাইনি।

মানুষের আয় বাড়েনি, ব্যয় বেড়েছে, বেড়েছে ঋনের খড়্গ। জনগনের উপর অত্যাচারের ষ্টীম রোলার চালিয়ে কোন অত্যাচারী শাসক পার পায়নি, ইতিহাস কাউকে ক্ষমা করেনি।

এভাবে কোন রাষ্ট্রব্যবস্থা চলতে পারেনা। নিজেদের ইচ্ছেমাফিক, স্বার্থ সংশ্লিষ্ট আইন পাশ করে রাষ্ট্রের আইন-বিচার ও শাসনব্যবস্থা ধ্বংস করার জন্য জনগণের কাছে অবশ্যই জবাব দিতে হবে।

আমরা অবিলম্বে আমাদের মোঃ আলামিন মোল্লাসহ মিথ্যা মামলায় আটককৃত সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button