প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ-সেক্রেটারি ইকবাল

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে শেষ হলো প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের নির্বাচন।

শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন চলার কথা থাকলেও সকল ভোটারদের উপস্থিত থাকার কারণে দুপুর ১টায় শেষ হয়েছে। মোট ভোট কাষ্ট হয়েছে ২৫৬টি।

সকাল ০৮ টায় ভোট শুরু হওয়ার সাথে সাথেই শ্রমিকরা দলে দলে আসতে শুরু করে ভোট কেন্দ্রে , সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, এডভোকেট মন্টু ঘোষ, শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, শ্রমিকনেতা আঃ হাই শরিফ। শ্রমিক নেতা মো. শফিউল্লাহ (ঢাকা ম্যাচ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক) কমরেড শীবনাথ চক্রবর্তী (সর্ন শিল্পি শ্রমিকনেতা) শ্রমিক নেতা মো. রফিকুল ইসলাম প্রমুখ ।

সহকারী শ্রম পরিচালক জনাব ইয়াছমিনকে প্রধানকরে ৪ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনের ভোট সমপন্ন করে ,গত ১২ ফেব্রুয়ারী কারখানার সাধারণ সভায় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সেখানে নির্বাচন সমপন্ন করতে শ্রমিকনেতা ইকবাল হোসেন, কারখানার শ্রমিক মো. মাহামুদ আলী, মো. আনোয়ার হোসেন টিটো, মো. কামাল হোসেন, মো. মনিরুজ্জামান ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। তারই ধারাবাহিকতায় নির্বচনি তফসিল ঘোষণা, খসরা ভোটার তালিকা হালনাগাদ করা, মনোয়নপত্র বিক্রি, মনোয়ন পত্র জমা, মনোয়ন পত্র যাচাই, বাছাই প্রতিক বরাদ্দ করা সকল পক্রিয়া সমপন্ন করে।

অবশেষে শনিবার ১১ মার্চ সকাল ০৮ টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো চুড়ান্ত নির্বাচন। ২৫৬ জন ভোটারের স্থলে ভোট দেন ২৫২ জন ভোটার। দুপুর ২টায় ভোট গণনা শুরুহয়ে ৩ টায় শেষ হয়। ভোট গণনা অতঃপর বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা শ্রমিকনেতা ইকবাল হোসেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন, নির্বাচনি কমিশনার মো. মাহামুদ আলি, নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন টিটো, নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মো. কামাল হোসেন নির্বাচনি কর্মকর্তাগণ ।

বিজয়ী অন্যান্য হলেন সহ সভাপতি মোঃ বাদল মোল্লা, সহ সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক- মোঃ সৈয়দ হাসান, অর্থ সম্পাদক-মোঃ মাইনউদ্দিন, দপ্তর সম্পাদক-মোঃ সুফিয়া বেগম,প্রচার সম্পাদক- মোঃ ছমির উদ্দিন, কার্যাকরি সদস্য মোঃ মাহামুদা বেগম।

প্যারাডাইজ কেবলসের শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শ্রমিক নেতা এডভোকেট মন্টু ঘোষ সকল বিজযীদেরকে অভিনন্দন জানান, পরাজিত প্রার্থীদেরকে সংঙ্গে নিয়ে একসাথে কাজ করার পরামর্শদেন, আগামীতে শ্রমিক আন্দোলন আরও দৃঢ় ভাবে পরিচালনা করার জন্য আহৃবান জানান। সেই সাথে শ্রমিকদের সিদ্ধান্তকে মেনে নিয়ে, জয়-পরাজয়কে বরণ করতে সকলের প্রতি আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button