ডাচ-বাংলা ব্যাংকের লুটের টাকা উদ্ধারে খুলনায় অভিযান, আটক ৪
রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের লুট হওয়া টাকা উদ্ধারে খুলনায় অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিঅ্যান্ডবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি দল নগরীর জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির একটি বাসায় অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে ৪ জনকে আটক করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।