বাংলাদেশ

কমলগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড.  মুহাম্মদ মোশাররফ হোসেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী দেব,  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমাদের সামনে প্রযুক্তি নির্ভর সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের হাতছানী। নাগরিক, সমাজ, অর্থনীতি এবং সরকার-এ চারটি মূলভিত্তির উপরে সমষ্টিক কর্মপরিকল্পনাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এ পরিকল্পনার সাথে সংগতি রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে বিভাগীয় কমিশনার কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের মণিপুরী ললিতকলা একাডেমীতে এ্যাথনিক ট্যুরিজম এর ব্র্যান্ড লোগো উন্মোচন ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং  এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) সহযোগিতায় উপজেলা প্রশাসন পরিচালিত ত্রিপুরা ভাষা শিক্ষা কেন্দ্ৰের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  যোগদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button