যারা গালাগালি করে, আগে জবাব দিতে বেশি সময় লাগতো না: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এখন আমি ধৈর্য ধরি। ২০ বছর আগে হইলে জবাব দিতে আমার বেশি সময় লাগতো না। এখন যারা গালাগালি করে, তাদের জন্য আমার মায়া লাগে।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, আমার ভালো মানুষ দরকার। এক জায়গায় গেলাম প্রচারণা করলাম দেখা গেল সামনে মটরসাইকেলে একজন চলছে। আমি যাওয়ার পর দোকানে গিয়ে বলে, আমারে চিনস, দে এক প্যাকেট সিগারেট দে। এতে আমার পুরো অর্জন শেষ হয়ে যায়। তাই আমার এসব মাস্তান দরকার নাই। ৪০ থেকে ৫০ হাজার খারাপ মানুষের সঙ্গে আমি একাই লড়তে পারবো। কারো দরকার নাই। কারণ আমি আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করি। সুতরাং আমার এসব দরকার নাই। আমি অচিরেই সবগুলো এলাকাতে যাব। তাই সকলকে বলছি সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও ইভটিজারদের রুখে দিতে হবে।
তিনি বলেন, আলীরটেক ও বক্তাবলীর প্রতি আমার সব সময়ে একটি দায়বদ্ধতা কাজ করে। বিগত দিনে আমি এ দুটি এলাকাকে সবচেয়ে বেশী প্রাধান্য দিয়েছি। আগামীতে বেঁচে থাকলে বক্তাবলীকে নারায়ণগঞ্জের সুন্দর এলাকা বানাবো। এজন্য এলাকায় ভালো মানুষ প্রয়োজন।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
আরও উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী প্রমূখ।