সিদ্ধিরগঞ্জে সফর আলী ভূঁইয়ার বিরুদ্ধে জমি দখল নিতে প্রাণনাশের হুমকির অভিযোগ
সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একসময়ের দুর্ধর্ষ ভূমিদস্যু একাধিক মামলার আসামি বিএনপি নেতা সফর আলী ভূঁইয়ার বিরুদ্ধে। এ বিষয়ে জমির মালিক আরমান মাহমুদ মন্ডল (৪২) সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কয়েকবার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের এসওরোড মন্ডলপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী মেম্বারের ছেলে আরমান মাহমুদ মন্ডলের সিদ্ধিরগঞ্জ মৌজায় সিএস -৩২৭৭ নং দাগে পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও ক্রয়সূত্রে জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে সিদ্ধিরগঞ্জের আলোচিত ভূমিদস্যু বিএনপি নেতা সফর আলী ভূঁইয়া।আরমান মাহমুদ মন্ডলের ভোগকৃত নামে সাইনবোর্ড লাগানো জমির পাশেই রয়েছে ভূমিদস্যু সফর আলী ভূঁইয়ার একটি চারতলা বিল্ডিং। সফর আলী ভূঁইয়া ১৫/২০ দিন আগে ষড়যন্ত্রপূর্বক ভাবে আরমান মন্ডলের দুই ভাইয়ের সই নিয়ে কিছু সম্পত্তি নিয়ে নেন। বাকি প্রায় ২কোটি টাকারও বেশি টাকার সম্পত্তি আরমান মাহমুদ মন্ডল, তার মা ও ভাইয়ের জমি জোরপূর্বক ভাবে নিতে চান। তিনি ২ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি ৮৫ লাখ টাকা দিয়ে দখলে নিতে চান। কিন্তু আরমান মন্ডল এতে জমি বিক্রিতে অপারতা প্রকাশ করলে
তিনি সন্ত্রাসী কায়দায় ভোগ দখলে নেওয়ার চেষ্টা চালান। এর আগে জমিতে কোনো প্রকার নির্মাণ কাজ করিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে সফর ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনী আরমানের শ্রমিকদের মারপিট করে। জমি বিক্রিতে বারবার তিনি বাঁধা দিচ্ছেন। এরআগে গত বছরের ২৯ আগষ্ট সফর আলী ভূঁইয়া ও তার বাহিনী আরমানের সাইনবোর্ড ফেলে দিয়ে জমিতে জোরপূর্বক সীমানা খুঁটি স্থাপন করতে আসে।আরমান মাহমুদ মন্ডল প্রতিবাদ করায় ভূমিদস্যু সফর আলী ভূঁইয়া তাকে (আরমান)কে জমিতে কোনো কাজ করলে দেশের বিভিন্ন জেলায় মামলা দিয়ে হয়রানি ও খুন-গুম করার হুমকি প্রদান করে চলে যায়। এভাবে ভূমিদস্যু সফর আলী ভূঁইয়ার অত্যাচার থেকে রেহাই পেতে ও নিজের জমি রক্ষা করতে আরমান মাহমুদ মন্ডল সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আরমান মাহমুদ মন্ডল জানান, আমার দুই ভাইয়ের থেকে ষড়যন্ত্র-পূর্বক সফর আলী ভূঁইয়া সই নিয়ে ১৫/২০ দিন আগে কিছু সম্পত্তি নিয়ে নিয়েছেন। এখন আমি, আমার অপর ভাই বোন এবং আমার মায়ের প্রাপ্ত সম্পত্তি
সফর আলী ভূঁইয়া আমাকে হুমকি দামকি দিয়ে আমাদের নিজ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের ২ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি তিনি ৮৫ লাখ টাকা দাম দিতে চাচ্ছেন। আমরা জমি বিক্রিতে রাজি না হওয়ায় জমিতে কোনো স্থাপনা নির্মাণে ও বিক্রিতে আমাকে বাঁধা দিচ্ছেন। এই বিষয়ে আমি সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কয়েকবার অভিযোগ দায়ের করেছি। সবশেষ ১-০৯-২০২২ তারিখেও আমি একটি অভিযোগ দায়ের করেছি। তিনি এখনও আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিসহ দেখে নেয়ার হুমকি দামকি দিচ্ছেন। আমি নারায়ণগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে সিদ্ধিরগঞ্জবাসী জানান, সফর আলী ভূঁইয়াকে অনেকে রাজাকার হিসেবে চিনেন জানেন। কিছুদিন আগে প্রকাশিত ৭১- এর নারায়ণগঞ্জের রাজাকারদের তালিকায় গোদনাইলের সফর আলী ভূঁইয়ার নাম ছিলো।বিভিন্ন অপরাধ ও অপকর্ম করে আজ তিনি কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। দুদক তদন্ত করলেই তার এসব সম্পদের রহস্য বেরিয়ে আসবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অন্যায়ভাবে কেউ কারও জমি দখল করতে পারবে না। প্রাণনাশের হুমকি দিলে থানায় ভুক্তভোগী অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’