পানি সম্পদের পরিবর্তন ও সুরক্ষার জন্য জাতিসংঘ মহাসচিবের জরুরি আহ্বান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বিশ্বকে সংঘাত এড়াতে এবং ভবিষ্যত বৈশ্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে পানি সম্পদের পরিবর্তন ও সুরক্ষার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন।
তিনদিন ব্যাপী জাতিসংঘ সম্মেলনে গুতেরেস বলেন, পানি হল ‘সকলের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস’ এবং ‘এটি বিশ্বব্যাপী রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রে থাকা প্রয়োজন।’
গুতেরেস বলেন, ‘ভবিষ্যতের জন্য মানবতার সমস্ত আশা নির্ভর করে, কোনো না কোনো ভাবে পানির এজেন্ডাকে জীবন্ত করার জন্য একটি নতুন বিজ্ঞান-ভিত্তিক কোর্স চার্ট করার উপর।’
তিনি বলেন, ‘এখন কাজ করার সময়।’
সকলের জন্য নিরাপদ পানি এবং স্যানিটেশন অ্যাক্সেসসহ পানির চাহিদা পূরণে বিশ্ব ২০৩০ সালের পানির লক্ষ্য পূরণের পথে নেই।
এনজিও, সরকার এবং বেসরকারী খাত জাতিসংঘের তিন দিনের সমাবেশের আগে এবং  সমাবেশ চলাকালীন প্রায় ৭শ’টি প্রতিশ্রুতি দিয়েছে যা, প্রায় ১০ হাজার অংশগ্রহণকারীকে আকর্ষণ করেছিল। শৌচাগার নির্মাণ থেকে শুরু করে ৩ লক্ষ কিলোমিটার অরক্ষিত নদী এবং জলাভূমির বিশাল এলাকা পুনরুদ্ধার করার অঙ্গীকার ছিল।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের চার্লস আইসল্যান্ড বলেছেন, প্রতিশ্রুতির এক তৃতীয়াংশেরও কম অর্থায়ন করেছে, প্রায় এক তৃতীয়াংশ ‘তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button