সোনারগাঁয়ে এমপি খোকার নেতৃত্বে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন
৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে রোববার (২৬ মার্চ) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আব্দুর রউফ, জাতীয় পার্টি প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টি সহ সভাপতি এম এ জামান, দেওয়ানউদ্দিন চুন্নু, হাজী গরীব নেওয়াজ, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক বাছেদ মেম্বার, আবুল হোসেন, মোহাম্মদ আলী মেম্বার, প্রচার সম্পাদক হাজী মুক্তার হোসেন, লায়ন তোফাজ্জল হোসেন, পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব আলমগীর কবির, জাতীয় যুবসংহতি উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় মহিলা পার্টি আহবায়ক জাহেদা আক্তার মনি, সদস্য সচিব জাহানারা রহমান, রুনা আক্তার মেম্বার, নাছিমা আক্তার পলি মেম্বার, নারগিস আক্তার মেম্বার, মোতালেব ভূইয়া মেম্বার, হারুন অর রশীদ মেম্বার, মনির মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, রুহল আমীন, সাকিব হাসান মেম্বার, মনির হোসেন তোতাসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।