চাঁপাইনবাবগঞ্জে মামির সঙ্গে প্রেম করায় যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন

চাঁপাইনবাবগঞ্জে মামির সঙ্গে প্রেমের জেরে রুবেল আলী (২৮) নামে এক যুবকের ডান হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় রুবেল আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওই যুবক ওই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে।

আহতের মা মুক্তারা বেগম জানান, শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি তার পরিবার। আজ সকাল সাড়ে ১১টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনা মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় মুসলিমপুর এলাকায় পৌঁছলে ওই নারীর বাবাসহ স্বজনরা গাড়ি থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করে এবং ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এইচ এম মামুন জানান, ডান হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, প্রেমের কারণেই ওই নারীর আত্মীয়-স্বজনরা তার হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button