গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তিঃ মজুরিবোর্ড গঠন ও গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে ৩১ মার্চ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিগত ১৫ মার্চ ২৫ হাজার টাকা মজুরির দাবিতে জাতীয় মজুরি বোর্ডের সামনে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যৌথভাবে সংবাদ সম্মেলন করেছি। চলমান বাজার পরিস্থিতিতে বেঁচে থাকার মতো নিত্যপণ্যের মূল্য শ্রমিকদের বর্তমান মজুরির সাথে কোনভাবেই সংগতিপূর্ণ নয়। ৫ বছর অন্তর অন্তর গার্মেন্ট শ্রমিকদের মজুরি বাড়ার ঘোষণা থাকলেও ২০১৮ সালের মজুরি ঘোষণার পর পাঁচ বছর অতিবাহিত হতে চললেও বর্তমান ক্ষমতাসীন সরকার এখনো মজুরিবোর্ড গঠন করেনি! উৎপাদনশীল অর্থনীতির বিকাশে বাজার দরের সাথে সঙ্গতি রেখে মজুরি নির্ধারন করতে হয়। অথচ সরকার নির্বিকার।

সরকারের এই ভূমিকা শ্রমিক স্বার্থবিরোধী। এমতাবস্থায় আন্দোলনের কোন বিকল্প নাই। ফলে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয়ভাবে আগামি এপ্রিলের ১৫ তারিখের মধ্যে সরকারকে মজুরি বোর্ড গঠন ও ন্যূণতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সময়সীমা বেঁধে দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশের কর্মসূচি চলছে। ইতিমধ্যে মিরপুর ও আশুলিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগামি ৩১ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও মিছিলের কর্মসূচি নেয়া হয়েছে। গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জ জেলার অন্যতম নেতা দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকবেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা এডভোকেট মন্টু ঘোষ, টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, গার্মেন্ট শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান শ্রমিকনেতা অঞ্জন দাস সহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *