অসুস্থ আ.লীগ নেতা হাবিবুর রহমান সিরাজের সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক প্রবীণ শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান সিরাজের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি: ১৭৫৩ গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে মঙ্গলবার (০৪ এপ্রিল) বাদ যোহর এসওরোড গোদনাইল মেঘনা ডিপো টার্মিনালে হাবিবুর রহমান সিরাজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সফল সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এবং দেশবাসীসহ সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন সভাপতিত্বে এসময় দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন – সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সভাপতি রুহুল আমিন মন্ডল, সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক এ আর মহসীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, পুলিশিং কমিটির সভাপতি রুহুল আমিন রনি, গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, মেঘনা ডিপো শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, কমিউনিটি পুলিশের কার্যকরী সদস্য মোঃ নাসির, নাদিম, রাসেল প্রমুখ।

এর আগে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজকে দেখতে যান আশরাফ উদ্দিন। এ সময় তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও আশু সুস্থ্যতা কামনা করেন আশরাফ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *