বিএনপি জামাত আবারও আগুন সন্ত্রাসের পায়তারা করছে: সাজনু
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে এই বিএনপি জামাত আগুন সন্ত্রাস করে ছিল। ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মেরে ছিল। বোবা প্রাণিদের উপর বোমা হামলা করে হত্যা করে ছিল। সেই বিএনপি জামাত আবারও বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য আগুন সন্ত্রাসের পায়তারা করছে।
শনিবার দুপুরে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ কথা বলেন নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ব্যানারে উল্লখ করা হয়, বিএনপি, জামাতের অপরাজনীতির প্রতিবাদে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সাজনু বলেছেন, শামীম ওসমান এখনও নামেনি, আমাদের নামিয়েছে। যদি আমাদের উপর নির্দেশ আসে বিএনপি জামাতকে নারায়ণগঞ্জের মাটি থেকে উৎখাত করার,তাহলে আমরা শামীম ওসমানের নির্দেশে উৎখাত করবো। মামুনুল হক যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেওয়ার চেষ্টা করেছিল। নারায়ণগঞ্জের রাজপথে যুবলীগ হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রতিবাদ করেছিল। আবারও নারায়ণগঞ্জের রাজপথে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ রাজপথে থেকে বিএনপি জামাতকে নারায়ণগঞ্জের রাজপথ থেকে বিতারিত করবো।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহ. শহীদ বাদল (ভিপি বাদল) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহা, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধা, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. অধ্যাপক আতিকুজ্জামান সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম চঞ্চল।
আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর তাতী লীগের সভাপতি এইচ এম ফারুক সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হাসান জনি, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিম, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা ও জসিমউদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিয়াজুল ইসলাম খান, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ও হারুন ইর রশিদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন নয়ন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীন নেতা এস এম পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ প্রমুখ।