বিশেষ সংবাদ
সিদ্ধিরগঞ্জে বিদেশি মদসহ এক কিশোর আটক
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদসহ সাইদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১ এর সহকারি পরিচালক মো খলিলুর রহমান।
আটক সিয়াম ফরিদপুরের কোতয়ালির অম্বিকাপুরের সেলিম রেজার ছেলে।
বিজ্ঞপ্তি জানানো হয়, শুক্রবার (৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদসহ সাইদুলকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।