জটিল রোগে আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে বাবার আকুতি

রূপগঞ্জ উপজেলার এক অসহায় পিতা তার জটিল রোগে আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। উপজেলার তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ওবায়দুল প্রধান। তিনি পেশায় গার্মেন্ট শ্রমিক। তার দুটি সন্তান।

মেয়ে বড় আট বছরের এবং ছেলে ছয় মাসের। মেয়েটি জন্মের পর থেকে ডায়াবেটিসে আক্রান্ত। তার চিকিৎসা চলার মধ্যেই্য ছয় মাসের শিশু ছেলে আহনাফ খালিদের হার্টে তিনটি ছিদ্র ধরা পড়ে।

শিশুটির হার্টের অপারেশন করাতে ঢাকার বেশ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সবাই জরুরিভাবে অপারেশনের পরামর্শ দেন। সেক্ষেত্রে প্রায় আট লাখ টাকার প্রয়োজন।
কিন্তু এতো টাকা শিশুটির বাবা ওবায়দুল প্রধানের কাছে নেই। বড় মেয়ের চিকিৎসার খরচ চালাতে চালাতে এখন প্রায় নিঃস্ব ওবয়াদুল প্রধান। এ অবস্থায় মানুষের দুয়ারে হাত পাতা ছাড়া ওবায়দুলের আর কোন পথ নেই।
তার শিশু সন্তানের সুচিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবান, সামর্থবান ও দয়াবান সব মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বিশ্বাস করেন, সবাই সাহায্যের হাত বাড়ালে তার ছোট সন্তানটি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।

যে কেউ অর্থ সাহায্য করতে চাইলে ওবায়দুল এর ০১৯২৮৪৫১৭৯২ এই নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *