প্রতিবন্ধী নৈশপ্রহরীকে নির্যাতনের ঘটনায় বিচ্ছু তানভীর আটক

ফতুল্লায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরী ফোরকানকে(৩৭) পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম তানভীর ওরফে বিচ্ছু তানভীর (২৫)। সে ফতুল্লার লালপুর, ডিআইটি মাঠ এলাকার মূর্তিমান আতংক বাহিনী প্রধান বলে পরিচিত। বিচ্ছু তানভীর গ্রেফতারের পর পুলিশের কাছে অপরাধের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার শেল্টারদাতাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, গত রোববার (৯ এপ্রিল) ভোরে ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় চোর চিনে ফেলায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরী ফোরকানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে বিচ্ছু তানভীর ও তার সহযোগীরা। এ ঘটনায় আহত ফোরকান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় বিচ্ছু তানভীরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত ফোরকান জানায়, আমি পোস্ট অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠের মার্কেটে নৈশপ্রহরী হিসেবে কাজ করি। শনিবার দিনগত রাতে সমিলের মটরের তার চুরি করে সাগর এবং হাবু নামের পেশাদার দুই চোর। আমি চোর চিনে ফেলায় ফতুল্লা লালপুর এলাকার কিশোর গ্যাং লিডার তানভীর তার সহযোগীদের নিয়ে আমাকে বেদম মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button