ফতুল্লায় ৩০লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ১
ফতুল্লার রামারবাগ এলাকার একটি গ্যারেজের সামনের ময়লার ড্রেনের ভিতর থেকে ১০০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১১। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এসময় মোঃ নূর ইসলাম (২৮) নামের এক যুবককেও গ্রেফতার করা হয়।
মুলত ঈদকে সামনে রেখে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য এগুলো মজুদ করা হচ্ছিলো বলে জানান র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সকলেই বিভিন্ন সাধারণ পেশা তথা- গাড়ী চালক, হেলপার, মেকানিক, সিকিউরিটি গার্ড ইত্যাদি পেশার সাথে জড়িত এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় করে থাকে।
সোমবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তানভীর মাহমুদ পাশা একথা জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃত নূর ইসলামকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।