বাংলাদেশ
সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল
মোঃমীমরাজ হোসেন, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃসোনারগাঁ উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও সফলতা কামনা করে বিদ্যালয়ের হলরুমে শুক্রবার(২৮ই এপ্রিল) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষাক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্রী রাজিব দাসের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিমউদ্দীন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সামছুল হক, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য এডভোকেট জহিরুল ইসলাম মোল্লা,প্রফেসর মনিরুজ্জামান লিটন, বদিউজ্জামান বদরুল,জুম্মন সরকার,আবদূর রহিম,স্বপ্না রানী মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম মোতালিব মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল হাই।
পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের মাঝে ইসলামি সঙ্গীত, নাতে রাসুল, কুরআন তিলাওয়াত ও বক্তব্য রাখেন। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা
মিলাদ ও দোয়া মাহফিলে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷ এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।