রাজনীতি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাসহ ৭ জনের জামিন না মঞ্জুর, কারগারে প্রেরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ ছাত্রদলের সাত নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রোববার (৭ মে) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে নাশকতার মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এসময় দোলনসহ ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক ফয়সাল শান্ত, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক শাহাদাতের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ আদালতের।