শীতলক্ষ্যায় ৩টি অবৈধ জেটিসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরে ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৮ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ওই সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা হাবিব, রাশিদুলসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে ১টি ডকইয়ার্ডের পাকা দেয়াল, ৩টি জেটি, সেমিপাকা ঘর সহ ৪০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় কাগজপত্র ছাড়া অবৈধভাবে জাহাজ পরিচালনা করায় ২টি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button