চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলরতদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
শনিবার (১০ জুন) রাত আটটার দিকে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ।
এদিকে, উদ্ভূত পরিস্থিতে শাহবাগের আশেপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁটাবন হয়ে প্রেস ক্লাবগামী রাস্তা বন্ধ হয়ে পড়ে।
এর আগে, দুপুর ১২টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা। দুপুর থেকেই পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এ সময় আন্দোলনকারীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করার দাবি জানায়।