ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদা তোলার সময় আটক ৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। তাদের দাবি আটককৃতরা চাঁদাবাজ। সোমবার (১২ জুন) বিকেলে মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে চট্টগ্রামগামী লেন থেকে গণপরিবহন থেকে চাঁদার টাকা তোলার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটকরা হলেন, মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২), মো. সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button