কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্য নিহত

রুমা উপজেলার দুর্গম সোলপি পাড়া এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর সৈনিক মোন্নাফ হোসেন রাজু (২১) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও এক সেনা সদস্য।

সেনাবাহিনীর টহল দল সোলোপি পাড়া টিওবি (Temporary Operating Base) হতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে কেএনএফ এর পুঁতে রাখা আইইউডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মো. রেজাউল (২৪) গুরুতর আহত হন।

নিহত রাজু নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাড়াইশাল পাড়া গ্রামের মোহাম্মদ আবদুল মান্নানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button