খুলনায় সচেতনতামূলক সাইকেল র্যালি ‘-co2’ অনুষ্ঠিত
২৩ শে জুন ২০২৩ জাগো ফাউন্ডেশন, আমেরিকান এম্বাসি এবং আমেরিকান কর্নারের উদ্যোগে আয়োজিত হলো কার্বন ডাই অক্সাইড নিয়ে সচেতনতা সাইকেল র্যালি ‘-co2’
এই প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব মোঃ সাইদুজ্জামান, পি এফ এম (সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা), জনাব মাসুম বিল্লাহ (খুলনা ডিভিশনাল কো-অর্ডিনেটর YDP) জনাব মোস্তফা কামাল (ফাউন্ডার, খুলনা সাইকেলিং কমিউনিটি)
ভিবিডি খুলনা, খুলনা সাইকেলিং কমিউনিটি এবং বাহিরের সদস্যদের নিয়ে প্রায় দেড় শতাধিক রাইডাররা কার্বন ডাই অক্সাইড হতে সচেতনতা বাড়াতে একযোগে র্যালি করে৷ মাইকিং এবং সম্মিলিত স্লোগানের মাধ্যমে সবাইকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর দিকগুলো সবার সামনে তুলে ধরা হয়।