সোনারগাঁয়ে এতিমের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এতিমের জমি জোরপূর্বক দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান লিটন গংদের বিরুদ্ধে।
এ বিষয়ে সোনারগাঁয়ে হাবিবুর রহমান লিটন,এমদাদ,ওবায়দুল ও আয়নাল গংদের অত্যাচার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ৪টি পরিবারের লোকজন। আজ বিকেলে সোনারগাঁ সিটি প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী মতিউর রহমান,সুরুজ মিয়ার স্ত্রী খাইরুন্নেছা,মাহাফুজুর রহমান ও হুমায়ুন কবির স্বপন জানান,দীর্ঘ ১০০ বছর যাবত হাবিবপুর মৌজায় জমি ক্রয় করে আমরা পৈত্রিক সূত্রে বসবাস করে আসছি।সম্প্রতি হাবিবপুর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে হাবিবুর রহমান লিটন,এমদাদ,ওবায়দুল ও আয়নাল গংরা আমাদের জমিতে জোরপূর্বক ঘর তৈরী করে দখল করে রেখেছে।এ বিষয়ে আদালতে আমরা একটি দেওয়ানি মামলা করি।তারা আদালতকে অবমাননা করে সন্ত্রাসী বাহিনী নিয়ে নতুন করে আমাদের জায়গায় বিল্ডিং নির্মাণ করছে।আমরা বাঁধা দিলে তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমাদের পৈতৃক ভিটা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button